হাদিস : তাওয়াক্কুল আলাল্লাহ
عَن أَنَسِ بْنِ مَالِكٍ يَقُولُ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَعْقِلُهَا وَأَتَوَكَّلُ أَوْ أُطْلِقُهَا وَأَتَوَكَّلُ قَالَ « اعْقِلْهَا وَتَوَكَّلْ ».
حسنه شعيب الأرنؤوط والألباني رحمهما الله
سنن الترمذى – ٤/٦٦٨ (٢٥١٧)، صحيح ابن حبان- ٢/٥١٠ (٧٣١)
হযরত আনাস বিন মালিক রাযি. বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল! আমি কি (উট) বেঁধে রেখে আল্লাহর তা’আলার উপর ভরসা করবো, না বাঁধন খুলে রেখে আল্লাহ্ তা’আলার উপর ভরসা করবো? তিনি বললেন, “তুমি সেটা বেঁধে রেখে (আল্লাহ্ তা’আলার উপর) তাওয়াক্কুল করবে।”
Anas bin Malik narrated that a man said: “O Messenger of Allah! should I tie (my camel) and rely (upon Allah), or leave it loose and rely (upon Allah)?” He said: “Tie it and trust in Allah
কোন মন্তব্য নেই