হাদিস : শক্তিশালী মুমিন দুর্বল মুমিন অপেক্ষা উত্তম
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ
صحيح مسلم -٨/٥٦ (٦٩٤٥)، سنن ابن ماجة - ١ / ٥٧ (٧٩)، مسند أحمد بن حنبل- ٢/٣٦٦ (٨٧٧٧)، صحيح ابن حبان -١٣/٢٩ (٥٧٢٢)
আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট শক্তিশালী মুমিন দুর্বল মুমিন অপেক্ষা উত্তম ও অধিক প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। তুমি আগ্রহী হও (চেষ্টা কর) তোমার উপকারের জন্য এবং আল্লাহর সাহায্য কামনা কর। নিজেকে অক্ষম ভেবো না। যদি কোন বিপদ আসে তাহলে বলো না, আমি যদি এমনটি করতাম তাহলে এমন হতো, বরং বলো, আল্লাহ তাআলা তাকদীরে এটা রেখেছেন। তিনি যা চান তাই করেন। কারণ “যদি” কথাটি শয়তানের কাজের দরজা উন্মুক্ত করে দেয়।
কোন মন্তব্য নেই