চেতনার শেকড়ে
ইতিহাস ইতিহাস হয়েই আছে এবং থাকবে। ইতিহাস আমাদের গর্ব। আমাদের বুক আধহাত ফোলাবার বস্তু। আমাদের জন্য এতে শিক্ষণীয় কিছু নেই। কারণ ইতিহাস আছে ইতিহাসের মত আর আমরা আছি আমাদের মত।
আমরা হয়তো যৎসামান্য ইতিহাস পড়ি। গৌরবোজ্জ্বল ইতিহাস পাঠান্তরে গর্ববোধ করি। এর প্রতিক্রিয়ায় কখনো ক্রিয়াশীল হই না। ইতিহাসের সাদা-কালো যে কোন পাঠ আমাদের নিকট সুখপাঠ্যই। আয়েশের প্রাচুর্যে বসে থেকে স্বপ্ন দেখি অলীক কোন মহা-বিপ্লবের। শুধু বুলি আওড়াই। প্রায়োগিক ক্ষেত্র দেখতেই চাই না। মনে আছে বিস্তর কল্পনা। নেই শুধু চেতনার অতটুকু আলপনা। জোশের মাথায় হুশের খেই হারিয়ে ফেলি। নিজেকে বদলাবার আগে বদলে ফেলতে চাই পুরো পৃথিবীকে।
মুখের উপর দাগ দেখে আয়নায় ঘষামাজা করার নির্বুদ্ধি প্রসূত প্রবণতা কুরে কুরে গিলে খাচ্ছে আমাদের স্বকীয়তাকে। মানবতার অস্থিত্যকে। তবুও আমরা নিস্তব্ধ, নির্বাক; 'নো-চিন্তা ডু ফুর্তি'র মত একটা ধৃষ্টতাপূর্ণ অবস্থানে। ইতিহাসের আস্তাকুড়ই আমাদের নিরাপদ স্থান।
উলামায়ে কেরাম!!!
আমরা আপনাদের দিকে চেয়ে আছি। দ্বীনের নিভূ নিভূ বাতিতে কেরোসিন ঢালার দায়-দায়িত্ব তো আপনাদের। আপনাদের সামান্য ঝলকানি নিমিষেই আলোকিত করে দিতে পারে কোটি মানুষের দিল। খুলে দিতে পারে আঁধারবদ্ধ মানবতার খিল।
কোরআনের ধারক, হাদীসের বাহক, মানবতার স্মারক উলামা হযরাত!!
আমাদের কামনা, অনুরোধ আপনাদের কাছে, ডিমে পানি ওঠার আগেই তা দেওয়ার ব্যবস্থা করুন।
কোন মন্তব্য নেই