মাওলানা মুহাম্মদ ইউসুফ রাহি.’র দেওবন্দ সফর
ইলম-আমলের গুণে গুণান্বিত এক উচ্চ বংশের সদস্য এবং বিশেষত মাওলানা ইলিয়াস রহ. এর ছেলে হওয়ার কারণে মাওলানা মুহাম্মদ ইউসুফ রাহি. এর সাথে তৎকালীন বুযুর্গ-মাশায়েখদের এক বিশেষ সম্পর্ক ছিল। তাঁরা তাকে সীমাহীন স্নেহ করতেন। যারা রশিদ আহমদ গাংগুহী রাহি. সাথে সম্পর্কিত ছিলেন তারা সবাই তাঁকে পিতার মতোই স্নেহ করতেন। ভালবাসতেন। এ সকল বুযুর্গরা স্নেহের সাথে সাথে তার তরবিয়তের প্রতিও দৃষ্টি রাখতেন।
হযরত মাওলানা খলীল আহমদ সাহারানপুরী, হযরত মাওলানা আব্দুল কাদির রায়পুরী এবং শাইখুল হাদীস হযরত মাওলানা জাকারিয়া কান্ধলভি রহি. এর নাম এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। ইলিয়াস রাহি.‘র পর তার শিক্ষা-দীক্ষা, তা’লিম-তরবিয়তে এসকল বুযুর্গদের বিশেষ ভূমিকা ছিল। ইলম-আমল, তাক্বওয়া-আত্মশুদ্ধি, মানবতা ও দ্বীনের জন্য অনন্তর প্রচেষ্টা ও ত্যাগ-স্বীকার, পরার্থপরতা এবং আত্মত্যাগের যে সুমহান স্তরে তিনি উন্নীত হয়েছিলেন তাতে উল্লিখিত বুযুর্গ-মাশায়েখদের বিরাট হাত ছিল। এ কারণেই মাওলানা ইউসুফ রাহি. এসকল বুযুর্গদের নিজের পিতার আসনে রেখেছিলেন। তাদের নিকট বারবার যাওয়া-আসা করতেন। তাদেরকে সম্মান ও মর্যাদার উচ্চ আসনে সমাসীন রেখেছিলেন। তাদের প্রত্যেকের ইশারা-আকাঙ্খাকেও হৃদয় থেকে ভালোবাসতেন। তিনি রায়পুর, সাহারানপুর এবং দেওবন্দের সফরকে নিজের সাধারণ আমলে পরিণত করেছিলেন।
سوانح يوسف كاندهلوي: ١٧٥-١٧٦
কোন মন্তব্য নেই