ইসহাক বিন রাহওয়াহ(২৩৮ হি.)
ইসহাক বিন রাহওয়াহ(২৩৮ হি.) ইমাম বুখারি ও মুসলিম এর শাইখ। আফগানিস্তানের মার্ভ এলাকায় বসবাস করতেন। তিনি এক বিধবা মহিলাকে বিবাহ করেছিলেন, যার প্রথম স্বামীর সংগ্রহে ইমাম শাফেয়ি রহ.'র অনেক কিতাব ছিল। স্বামীর মৃত্যুর পর ঐ মহিলা কিতাবগুলোর মালিক হয়েছিলেন। বলা হয়, কিতাবগুলোর আকর্ষণই ছিল ইসহাক রহ.'র উক্ত বিবাহের মূল কারণ।*
সূত্র :
* مقدمة مسائل أحمد وإسحاق : 1/142 .
কোন মন্তব্য নেই