প্রতিক্ষা
প্রতিক্ষা
সুতোটা অনেক আগেই ছিড়ে গিয়েছিল
যেখানে কোন টান ছিল না
ছিল শুধু না বলতে পারা
কিছু বিরহের উপাখ্যান
তবুও এক পশলা আনন্দ
বারবার হানা দেয়
আশা আর নিরাশার নীড় হয়ে ওঠে
অজানা কোন আকাশ
ভালোবাসা একাকার হয়
হৃদয় থেকে হৃদে
সরোবর হ্রদে
একই সে সুর, একই সে তাল
মাঝে মাঝে বসে থাকি
দু’তলার ব্যালকনিতে
কখনো যদি সে আসে ফিরে
মিথ্যে এ প্রতিক্ষার আয়োজন...!
২০১২ ই.
কোন মন্তব্য নেই