Header Ads

স্মৃতির জানালা



মনে পড়ে সেই হারানো স্মৃতি
সময় ক্ষেপণে যার হয়েছে ইতি

কৈশরের দুরন্ত সময়ের কথা
এখনো পীড়া দেয়, দেয় বুকে ব্যথা

এখনো হারিয়ে যাই স্মৃতির জানালায়
ছুটন্ত সেই দিনগুলির আল্পনায়
হাতছানি দেয় শৈশবের লুকুচুরি খেলা
ব্যস্ত কাটা দিন, নেমে আসা বেলা

বর্ষা-বাদলের দিনে
ছুটেছি কত বাধা বিনে
ছুটিয়েছি তরি নদী বা ঝিলে
সূর তুলে গেয়েছি গান সকলে মিলে

আজও বিভোর হয়ে যাই
স্মৃতির খোলা জানালায় হারিয়ে যাই

২৭ অক্টোবর, ২০১০ ই.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.