Header Ads

সফটওয়ার ছাড়াই সহজে বাংলা লিখুন

আমরা অনেকে বিজয় কি-বোর্ড দিয়ে বাংলা লিখি। মূলত বিজয় বাংলা ভাষার কোন লেআউট নয়। বরং বিজয় ইংরেজির একটি ফন্ট মাত্র। ইংরেজি অক্ষরকেই ফন্টের সাহায্যে বাংলা রূপ দেওয়া হয়। ফন্টের কারণে ইংরেজি অক্ষরকেই আমরা বাংলা রূপে দেখি। অর্থাৎ ইংরেজি বিভিন্ন ধরণের ফন্ট আছে এবং নিত্য নতুন অনেক ফন্ট তৈরি হচ্ছে। এভাবে কিছু ফন্ট তৈরি হয়েছে যা ইংরেজি টেক্সটের বাংলা অক্ষরের আউটলুক ডিজাইন মাত্র। এ কারণে ওয়েবে বিজয়ের সাহায্যে কিছু লিখতে গেলে তা ইংরেজি অক্ষরে রূপান্তরিত হয়ে যায়। আগে অনেক বইয়ে মিস-ফন্টের কারণে এরকম কিছু হ-য-ব-র-ল অক্ষর দেখা যেত। এখনও আছে। এরকম দ্বিমুখী ফন্ট আবিষ্কার করতে ডিজাইনাররা অনেক এফোর্ট দিয়েছেন। বিজয় আবিষ্কার না হলে এ সকল প্রচেষ্টা ইউনিকোড ফন্টে ব্যয় হত। বাংলা ভাষার ভার্চুয়াল সমৃদ্ধি আরও তরান্বিত হত। ইউনিকোড ও বিজয় কি-বোর্ডের মৌলিক কিছু পার্থক্য: ১. ইউনিকোড যে কোন সফটওয়ার বা ওয়েব সাইট সাপোর্ট করে। ২. বিভিন্ন স্পেল চেক সফটওয়ার বিজয় ফন্টের বানান চেক করতে পারে না। ৩. ইউনিকোডে ভাষাগত স্বাতন্ত্র্য রয়েছে। ইংরেজি টাইপিং শিখার পর ইচ্ছা করলাম বাংলা শিখব। কিন্তু কোনটা শিখবো। বিজয় না অভ্র। দ্বিধায় পড়ে গেলাম। অভ্র ফনেটিক দিয়ে কাজ চালিয়ে নিতাম। কখনও প্রয়োজনে বিজয়ে কনভার্ট করে নিতাম। কিন্তু অভ্রতে একটি অক্ষর লিখতে ২/৩টি কি চাপতে হত। ভাবতে লাগলাম কী করা যায়। লেআউট ও ফন্ট নিয়ে অনলাইনে খোঁজাখুঁজি শুরু করলাম। এরপর নিজেই তৈরি করলাম একটি বাংলা ফনেটিক লেআউট। এক ক্লিকে এক অক্ষর। অনেক সময় নিয়ে কি এসাইনিং শেষ করলাম। আলহামদুলিল্লাহ এখন অনেক দ্রুত বাংলা লিখতে পারি। আমার তৈরি করা লেআউটটি ইন্সটল করে দেখতে পারেন। পাঁচ মিনিটেই সব শিখে ফেলবেন। ইন-শা-আল্লাহ

Bengali Phonetic Layout (Numan Maruf) v 1.0 Download



এরপর তৈরি করলাম আরবি ও উর্দু সমন্বয়ে একটি লেআউট। এক লেআউটে আরবি উর্দু দুই ভাষাই লিখতে পারবেন। এটাও ফনেটিক।


A&U Numan Maruf Phonetic Layout v 1.0 Download




যোগাযোগ: numanmaruf@gmail.com




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.