Header Ads

পাতাবনের হাতছানি



সেই শিশুকাল থেকে দেখছিলাম
শূন্য থেকে যুগ্ম
উত্তুরের চিলেকোঠা থেকে
ছুটেছিলে হৃদয়ের মণিকোঠায়
মধ্যিখানে সূর্যদেয়াল বেয়ে
দাঁড়িয়েছিলে ঠায়
যুগপৎ বড় হয়েছো তুমি
এবং তোমার চারপাশ
খুবই নিঃসঙ্গ ছিলে
মনন-বিশ্বাসগুলোও
সুড়সুড়ি ক্রমেই বেড়ে চলছিল
লেজকাটা চেতনার
একাকির দাঁড়িপাল্লায়
অনুভূতির কোন মূল্য ছিল না
তবুও পালতোলা ছিল
দাঁড় টেনেছিল
মানুষত্বের কিছু ছিটেফোঁটা
.
.
যাও মাঝি পাল তোলে
এইতো পাতাবনের হাতছানি
কানাকানি জলস্নিগ্ধতার
সাঙ্গ হোক আজ সকল নিঃসঙ্গতার

January 12, 2014

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.