মুমিনের সুখ-দুঃখ সবই কল্যাণকর
عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ -صلى الله عليه وسلم- : عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ، صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ.
সুহাইব
রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মুমিনের
অবস্থা বড়ই বিস্ময়কর! তার সবকিছুই কল্যাণকর। আর এটি শুধু মুমিনেরই বৈশিষ্ট্য, অন্য
কারো নয়। সুখ-সচ্ছলতায় মুমিন শোকর আদায় করে ফলে তার কল্যাণ হয়। আবার দুঃখ-কষ্ট ও
বিপদাপদের সম্মুখীন হলে ধৈর্য্য ধারণ করে। ফলে এটিও তার জন্য কল্যাণকর হয়।
صحيح مسلم : ٨/ ٢٢٧ (٧٦٩٢)، صحيح ابن حبان : ٧/ ١٥٥ (٢٨٩٦)، المعجم الأوسط : ٤/ ١٥٣ (٣٨٤٩)، مسند ابن أبي شيبة : ١/ ٢٥١ (٤٧٩)
কোন মন্তব্য নেই