হৃদয়াকাশ
তোমাকে একটা আকাশ দেখাতে চেয়েছিলাম
ঝড়-বৃষ্টি কিছুই ছিল না
ছিল না অমলিন কিছু
ধূসরতার মাইল খানেক দূরে
আবছা ছায়া ঢাকা ছিল
তুমি চিন্ত্যহীন তাই দেখতে পাওনি
তোমাকে অতলান্ত সাগর দেখাতে চেয়েছিলাম
ঢেউ ছিল না, উম্মাতাল
উচ্ছাসহীন উত্থাল
তুমি দেখতে পাওনি
অকালে ঝেড়ে ফেলা কিছু আশার উচ্ছিষ্ট
তোমার ভালো লাগেনি
হয়ত ভালো লাগার মত কিছু ছিল না
হৃদয়ের হ্রদে তোমার পাশে ছিলাম
তোমাকে একটা আকাশ দেখাতে চেয়েছিলাম
২৮-০৫-২০১০ ই.
কোন মন্তব্য নেই