শপথ পূর্বাহ্নের

(সুরা আদ-দোহা’র কাব্যানুবাদ)
শপথ পূর্বাহ্নের .. নিশি হয় যবে প্রগাঢ়
ক্ষুদ্ধ হননি তব প্রভু, করেননি তোমায় পরিহার
পরকাল শ্রেয় ইহকাল অপেক্ষা তোমার জন্য
হর্ষিত হবে তুমি, অচিরেই হবে ধন্য
তোমাকে পেয়েছেন অনাথ; দিয়েছেন সহায়
ছিলে অজ্ঞ; হয়েছো বিজ্ঞ তারই অবলীলায়
তুমি ছিলে নিস্ব, তাই করেছেন মুক্ত;
অনাথের প্রতি হয়ো না কঠোর, ভিখারীকে করো না রিক্ত
তোমার প্রভুর দান নিত্য
কর তুমি তা ব্যক্ত...
১৮ জানুয়ারী ২০০৮ ই.
কোন মন্তব্য নেই