জলে ভাসা খুলি আর কত দেখাবে শুনি! আর কত আঁতকে ওঠা পাজরের কাঁপুনি লক্ষ প্রাণের রক্ত খেয়ে হয়েছো খুবই সেয়ানা এখনো তৃপ্ত হওনি আর কত রক্ত চাই তোমার এক সাগর রক্ত খেয়ে পতাকার বৃত্ত এঁকেছো শুধু আর কত লাল হবে এ মাঠের ঘাস কতকাল চলবে শুনি বারুদের ত্রাস কতোটা না ভালোবেসেছিলাম মাটি তোমায়